এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ছ’ বছর পর ফের বেলডাঙায় শুরু হল বইমেলা

Published on: December 26, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বেশ কয়েক বছর বন্ধ থাকার পর বেলডাঙা এসআরএফ কলেজ ময়দানে ফের শুরু হল বইমেলা। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সুর্য প্রতাপ যাদব। শহরের বইপ্রেমি মানুষজনের জন্য ২০১৪ সালে প্রথমবার বইমেলা বসেছিল বেলডাঙায়।পরে ২০১৭ সাল থেকে সেই মেলা বন্ধ হয়ে যায়।এদিন মেলা উদ্বোধনের আগে শহর জুড়ে বইপ্রেমিদের পদযাত্রা হয়। ছোট বড় মিলিয়ে পঞ্চাশের বেশি বইয়ের স্টল বসেছে মেলায়।

৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিবুর রহমান, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান সহ বিশিষ্টজনেরা। পুলিশ সুপার বলেন, ” পড়ুয়াদের মোবাইল ছেড়ে বই পড়তে হবে। বইয়ের মতো সাহায্য আমরা কোথাও পাব না।” বইপ্রেমি মানুষদের বইমেলায় আসার ডাক দিয়েছেন বিধায়ক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now