ছোট রাজনীতি করছে তৃণমূল, নন্দীগ্রাম মামলার বিচারপতি প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৬জুনঃ নন্দীগ্রাম মামলার বিচারপতি প্রসঙ্গে তৃণমূলের অভিযোগকে ছোট রাজনীতি বললেন দিলীপ ঘোষের। দিলীপের দাবী, ছোট রাজনীতি করছে তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতির সাফাই, ওই বিচারপতি যখন আইনজীবি ছিলেন সেই সময় অনেক অনুষ্ঠানে যেতেন। তখন কারও সাথে ছবি তুলতেই পারেন। বিচারপতি কোন দলের লোক হন না। যারা নীতি নৈতিকতা, আদর্শ, সংবিধানে বিশ্বাস করেন না তারা এই কথা বলেন।  বহরমপুরে বিজেপি অফিসে সাংবাদিকের প্রশ্নের জবাবে এই উত্তর দেন তিনি।

নন্দীগ্রাম মামলার দায়িত্বপ্রাপ্ত  বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর জন্য  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আর্জিও করেছেন   মমতা বন্দ্যোপাধ্যায়ের  আইনজীব।

 

ডেরেক ও ব্রায়েনের টুইট

তৃণমূল নেত্রী  মামলা করেছেন নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে । মামলা রয়েছে বিচারপতি কৌশিক চন্দের  এজলাসে। কিন্তু  বিচারপতি কৌশিক চন্দের নিরপেক্ষতা প্রশ্ন তুলেছেন  তৃণমূল কংগ্রেস নেতা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ।