ছিলেন মুর্শিদাবাদের মেয়ে , চলে গেলেন বাংলাদেশের অভিনেত্রী শর্মিলী আহমেদ Sharmili Ahmed Daughter of Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রয়াত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ঠ অভিনেত্রী শর্মিলী আহমেদ Sharmili Ahmed । বয়স হয়েছিল ৭৬ । শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার । শর্মিলী আহমেদেরর প্রকৃত নাম ছিল মাজেদা মল্লিক। আসলে মুর্শিদাবাদের মেয়ে ছিলেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলডাঙ্গার দলুয়া গ্রামে জন্ম হয়েছিল মাজেদার। অভিনয় শুরু করেছিলেন মাত্র চার বছর । কাজ করেছেন রেডিওতেও । ছয়ের দশকে সিনেমায় কাজ শুরু করেন। প্রথম ছবি ‘ঠিকানা’ (উর্দু ভাষায় নির্মিত) অবশ্য মুক্তি পায় নি । সুভাষ দত্তের ছবি ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ ছবিগুলি শর্মিলীকে পরিচিতি এনে দেয় । প্রায় ১৫০ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ৪০০ নাটকে। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।