ছিলেন মুর্শিদাবাদের মেয়ে , চলে গেলেন বাংলাদেশের অভিনেত্রী শর্মিলী আহমেদ Sharmili Ahmed Daughter of Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ প্রয়াত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ঠ অভিনেত্রী শর্মিলী আহমেদ Sharmili Ahmed । বয়স হয়েছিল ৭৬ । শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার । শর্মিলী আহমেদেরর প্রকৃত নাম ছিল মাজেদা মল্লিক। আসলে মুর্শিদাবাদের মেয়ে ছিলেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলডাঙ্গার দলুয়া গ্রামে জন্ম হয়েছিল মাজেদার। অভিনয় শুরু করেছিলেন মাত্র চার বছর । কাজ করেছেন রেডিওতেও । ছয়ের দশকে সিনেমায় কাজ শুরু করেন। প্রথম ছবি ‘ঠিকানা’ (উর্দু ভাষায় নির্মিত) অবশ্য মুক্তি পায় নি । সুভাষ দত্তের ছবি ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আবির্ভাব’ ছবিগুলি শর্মিলীকে পরিচিতি এনে দেয় । প্রায় ১৫০ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন ৪০০ নাটকে। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

See also  Karam Puja 2025 সৃষ্টির উৎসব করম, কারা, কোথায় পালন করেন?