ছ’মাস কী করল NIA ? তদন্ত নিয়ে অখুশি জাকির

Published By: Madhyabanga News | Published On:

নিমতিত বিস্ফোরণ কান্ডে এনআইএ – র তদন্তের চার্জশিটে খুশি নন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন,  এর বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যাবেন। এর পেছনে মূল যে মাথা রয়েছে তাদেরকেও খুঁজে বের করার দাবি করেন জাকির হোসেন। তিনি বলেন, এই তদন্তে আমি সহ এলাকার কেউই খুশি নন। জাকিরের প্রশ্ন- ছ মাস ধরে কী করল এনআইএ?

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সুতির নিমতিতা স্টেশনের ২ নম্বর ২ নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের প্রায় ৬ মাস পর চার্জশিট দিতে চলেছে জাতীয় তদন্তকারি সংস্থা । ১৭ই ফেব্রয়ারি বিস্ফোরণে আহত হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন- সহ ২২ জন। প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছিল CID। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঘটনার তদন্তভার দেওয়া হয় NIA। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিস জানিয়েছিল, ধৃতদের নাম সইদুল শেখ ও আবু সামাদ। দু’জনের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়।