ছন্দে ফিরছে স্কুল, বাকি পড়ুয়ারাও আসুক স্কুলে চাইছেন সকলেই

Published By: Madhyabanga News | Published On:

রাহি মিত্রঃ বহরমপুরঃ  স্বাভাবিক ছন্দে ফিরছে স্কুল ।  শিক্ষক  থেকে  পড়ুয়া  ,   অভিভাবক সর্বান্তকরণে  চান  স্কুল আবার আগের মতো চলুক ।  নবমের  নিচের পড়ুয়ারাও আসুক স্কুলে এটাই আমাদের সকলের একমাত্র চাওয়া এখন।   কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় লালবাগ  মুর্শিদাবাদের প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার জানালেন  বেশ  উৎসাহিত হয়েই ।  প্রায় রোজই  নবম এর নিচের ছাত্র-ছাত্রী থেকে তাদের অভিভাবকরা স্কুলে এসে খোঁজ নিচ্ছেন কবে থেকে তারাও স্কুলে আসতে পারবে  ,  তাদের স্কুলে আসার কোনো সরকারি নির্দেশিকা কি এলো স্কুলে   ?  জানালেন প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার ।  আরও জানা গেল গত মঙ্গলবার অর্থাৎ দীর্ঘ  ২০  মাস  পর  কোভিড  কারণে বন্ধ থাকা স্কুল খোলার প্রথম দিন পড়ুয়াদের উপস্থিতি কিছুটা কম থাকলেও পরের দু’দিনে তা অনেকটাই বেড়ে গেছে ।  স্বতঃস্ফূর্তভাবে   পড়ুয়া  রা  স্কুলে আসছে  ।  অবশ্যই কোভিড  বিধি  মেনে  মাস্ক   ব্যবহার করেই ।  স্কুলের সব শিক্ষক  থেকে অশিক্ষক কর্মীরা সরকারি নির্দেশিকা একশ ভাগ ফলো করছেন ।   বলা যেতে পারে   তাঁরা আতস কাঁচের তলায় রেখেছেন তাদের নজরদারি  ,  ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়  সতর্কতা  বিধি মান্য করার ক্ষেত্রে।

বিশেষ ব্যবস্থা হিসেবে   যেগুলি নেওয়া হয়েছে সেগুলি   হল ,   স্কুলের প্রেয়ার  বা  প্রার্থনা হচ্ছে ক্লাসরুমেই ।   থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে  সকলকেই ।   স্কুল থেকে প্রয়োজনে মাস্ক দেওয়া হচ্ছে,   যদি কেউ ভুল করে মাস্ক নিয়ে   না  আসে সেসব ক্ষেত্রে  ।  স্কুলের বিভিন্ন পয়েন্টে স্যানিটাইজার রাখা হয়েছে  ।   সামাজিক দূরত্ব বিধি মেনে ক্লাসরুমে প্রথম বেঞ্চে দুজন ,  পরের বেঞ্চে একজন ,   আবার তারপরের বেঞ্চে দুজন  ।  এভাবে বসানোর ব্যবস্থা করা হয়েছে।   রুটিনে টিফিন টাইম বলে কোন সময় রাখা হয়নি ।

মুর্শিদাবাদের লালবাগের কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে আশাবাদী যে  ,  বাকি পড়ুয়াদের যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে আসার ছাড়পত্র দেওয়া হোক রাজ্য সরকারের তরফ থেকে  এ বিষয়ে ।  এমনটাই জানালেন   প্রধান শিক্ষক নরেশ চন্দ্র হালদার ।

বহরমপুর স্কুলে ফের বাজছে ক্লাসের ঘন্টা

 

পূর্ব বর্ধমানের অমরারগড়  হাইস্কুলের  গণিতের  শিক্ষক সুজিত   রায়   জানালেন ,   স্কুল খোলার প্রথম দিন   ৫০  শতাংশ   ছাত্র-ছাত্রী এসেছিল স্কুলে  ।  তারপরের  দুদিন এ  সেই সংখ্যা অনেক বেড়ে গেছে । সরকারি নিয়মে যথারীতি সকাল সাড়ে নটা থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে  । সর্তকতা ব্যবস্থা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ সরকারি গাইডলাইন মেনেই ।

প্রথম দিনের ক্লাস। বহরমপুরের একটি স্কুলে

বিশেষ ব্যবস্থা হিসেবে নবম দশম শ্রেণীর  দু’টি  বিভাগ  কে  একটাই করে দেওয়া হয়েছে   ।  সামাজিক   দূরত্ব বিধি  বজায়   রাখতে  হলঘর ও তুলনামূলকভাবে বড় ঘর গুলিকে ব্যবহার করা হচ্ছে ক্লাসরুম হিসেবে  ।  ক্লাস রুমের বাইরে পড়ুয়াদের কোন গল্পগুজব বা একসাথে ঘোরা ফেরা নিষেধ রাখা হয়েছে ।  শিক্ষক  থেকে  অশিক্ষক কর্মী বা অন্য কর্মীদের উপস্থিতি পুরোটাই আছে স্কুলে । সকলেই খুব উৎসাহিত একইসাথে সতর্কও ।  জানালেন   অমরারগড়   উচ্চ বিদ্যালয়ের  গণিতের   শিক্ষক সুজিত রায় ।