চড়া দাম মাছ থেকে সবজির, ভাইফোঁটার বাজার ফাঁকা

Published By: Madhyabanga News | Published On:

নিরামিষে মন নেই। খাওয়াতে হবে মাছ, মাংস। তাই ভাইফোঁটার বাজারে চড়া দাম মাছের । তবে সবজি থেকে মাছের বাজার শুনশান। ভাইফোঁটার সকালে বহরমপুর স্বর্ণময়ী বাজারের ছবিটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা। সকাল থেকেই ফাঁকা বাজার। মাছ থেকে সবজি সব ব্যবসায়ীয় ক্রেতার অপেক্ষায় থাকলেও ক্রেতার দেখা নেই।
এদিন স্বর্ণময়ী বাজারে মাছের দাম বিক্রেতারা জানাচ্ছেন
পমফ্রেট- ৬০০-৭০০ টাকা কেজি,
চিংড়ি- ৬৫০ টাকা কেজি
দেশী রুই- ৪০০ টাকা কেজি
দেশি কাতলা ৬০০ টাকা কেজি
ছোট পাবদা- ৬০০ টাকা কেজি
ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে
ছোটি ইলিশ ৮০০ থেকে ১৫০০ টাকা কেজি |

মাছের পাশাপাশি বেশ চড়া মাংসের বাজারও, পোলট্রির মাংস বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি, দেশি মুরগী ৪০০ টাকা কেজি এবং খাসির মাংস ৭০০ টাকা কেজি।

বিক্রেতারা জানাচ্ছেন দেশি মাছের দাম বেড়েছে ভাই ফোটার বাজারে, তবে বিক্রি না হওয়ায় হতাশ মাছ বিক্রেতারা। এ বছর ভাইফোঁটা পড়েছে শনিবার |তাই অনেক বিক্রেতা বলছেন “আজ তো শনিবার তাই বাজার একটু কম, আগামীকাল হয়তো বাজার হবে” |

 

পাশাপাশি বহরমপুর স্বর্ণময়ী বাজারের সবজির বাজার দর ছিল বেগুন: ৫০-৬০ টাকা বাঁধাকপি: ২০-২৫ টাকা কেজি, ফুলকপি ২৫-৩০ টাকা, লাউ: ২০-২৫, পটল: ৬০ টাকা , টম্যাটো: ৮০ টাকা ,নতুন আলু: ৬০ টাকা, পুরনো আলু ২০ টাকা ,মটর সুটি ২৫০ টাকা কেজি। বাজারে জিনিসের দাম বেশির কারণে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ | ক্রেতা অরুনিমা রায় জানান, “বাজারের সব জিনিস আগুন | আজকের দিনে ওসব না ভেবেই জিনিস কিনতে হচ্ছে” |

উৎসবে দাম একটু বাড়বে। এর সঙ্গে যেন অভ্যস্ত হয়ে গেছে বাঙালি। তবে ভাই ফোটার বাজার চড়া হওয়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তের।