চড়ছে পারদ, বেলা বাড়তেই শুনশান  রাস্তাঘাট

Published By: Madhyabanga News | Published On:

আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার  কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা  ছুঁল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর এর সঙ্গে দোসর তাপপ্রবাহ। ফলে গরমের দাবদাহে  নাজেহাল সাধারণ মানুষ।  বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁয়েছে।

গরমে হাঁসফাঁস  অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের একই ছবি সাগরপাড়া থানার  অন্তর্গত খয়রামারী,সাগরপাড়া, দেবীপুর, নরসিংহপুর,ধনিরামপুর,নটিয়াল এলাকায় । এই সময় গরম  থেকে বাঁচতে নানা সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।  তবে জীবিকার তাগিদে অনেককেই বাইরে বেড়াতে  হয় ।  বেলা বাড়ার সাথে সাথে রাস্তা ঘাট একবারে শুনশান  হয়ে পড়েছে ।  জনমানবহীন রাস্তা ঘাট। অনেকেই জীবিকার টানে বেড়িয়েছেন, এই গরমে নাভিশ্বাস উঠছে তাদের।

এই তাপমাত্রার মধ্যেও কেউ বা রাজমিস্ত্রীর কাজে ব্যস্ত, এই অসয্য গরমে ওষ্ঠাগত অবস্থার তাদের।
এই ভাবে তাপপ্রবাহ চলছে আরও বেশ কয়েকদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে এই গরম থেকে বাঁচতে বৃষ্টির দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।