চোর সন্দেহে পিটিয়ে খুন ? অভিযোগ লালগোলায়

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৯মেঃ  চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল লালগোলায়।মুর্শিদাবাদের লালগোলার রাজারামপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম । ক’দিন আগেই চেন্নাই থেকে বাড়ি ফেরেন তিনি।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাত্রে   বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে ডেকে নিয়ে যায়  তার বন্ধুরা।ভোরে উদ্ধার হয় জাহাঙ্গীরের  মরদেহ।

চোর সন্দেহে নিরপরাধকে খুন করা হল বলেই দাবি মৃতের স্ত্রীর। মৃতদেহ নিয়ে আসা হয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে। লালগোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ নিয়ে যাওয়া হয়  ময়নাতদন্তের জন্য।

See also  Beldanga Rail Eviction: বেলডাঙ্গায় রেল কলোনির ব্যবসায়ীদের উঠে যেতে মাইকিং,উত্তেজনা