চুয়াত্তরের নতুন মুখ নিয়ে জঙ্গিপুরে বিড়ম্বনায় বামেরা

Published By: Madhyabanga News | Published On:

প্রশান্ত শর্মাঃ বহরমপুরঃ ১১ মার্চঃ জঙ্গিপুরে চুয়াত্তরের পাকে সিপিএম। রাজ্য জুড়ে যখন বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখের সারি, জঙ্গিপুরে বামফ্রন্ট প্রার্থীকে নিয়ে রীতিমত সংকটে বাম কর্মীরা।
একুশের ভোটে জঙ্গিপুর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হয়েছেন চুয়াত্তর বছরের প্রদীপ কুমার নন্দী।
রবিবার বহরমপুরে এসেছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সুর্য মিশ্র। তিনি সেখানে বলেন, নতুন মুখদের গুরুত্ব দিচ্ছে দল। তবে বর্ষীয়ান প্রদীপ বাবুকে প্রার্থী করায় হতাশ হয়েছেন দলের এক অংশের নেতা কর্মীরা।
প্রদীপ নন্দী জঙ্গিপুরের পুরোনো বাসিন্দা। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথেও সুসম্পর্ক ছিল প্রদীপ বাবুর। বামেদের এক অংশের অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রণব মুখার্জির হয়ে ভোটও করিয়েছিলেন প্রদীপ নন্দী।
আরএসপি নেতাদের আক্ষেপ, প্রার্থী করা যেতো তরুণ নেতাদের। জেলার একাধিক আরএসপি নেতা নেতৃত্ব দেন রাজ্যের ছাত্রযুব সংগঠনে। তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে ভালো হতো।
তবে দলের শৃংখলা মেনে প্রার্থীর হয়ে কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন  বলে জানিয়েছেন বামফ্রন্ট কর্মীরা।
একুশের ভোটে রাজ্য বামফ্রন্ট প্রার্থী করেছে মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, সায়নদীপ মিত্র, জেএনইউ’এর দিপ্সিতা ধর, ঐষী ঘোষদের। জেলাতেও জেতা দুই আসন ভগবানগোলা আর ডোমকলে অপেক্ষাকৃত কমবয়েসীদের প্রার্থী করা হয়েছে।

কিন্তু জঙ্গীপুরে ৭৪ বছরের প্রদীপ নন্দী, জলঙ্গীতে ৬৫ পেরোনো সাইফুল ইসলাম মোল্লাকে প্রার্থী করায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।
মুর্শিদাবাদ কি রাজ্যের বাইরে! আক্ষেপ দলের ছাত্র সংগঠনের এক নেতার।