এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

চুরি যাওয়া ১৯ টি বাইক উদ্ধার জঙ্গিপুরে, গ্রেফতার তিন । ঝাড়খণ্ডের এক । চক্রে যুক্ত কারা ?

Published on: November 8, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জঙ্গিপুর পুলিশ জেলায় Jangipur Police District  বড়সড় সাফল্য পুলিশের। বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার ১৯টি মোটর বাইক উদ্ধার করেছে । মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জানান,  গোপন সুত্রে খবর পেয়ে সামশেরগঞ্জে নাকা চেকিং এর সময় জাফর সেখকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকেও উদ্ধার হয় চুরি যাওয়া আরও ৯টি বাইক।  ধৃত জাফর সেখ ঝাড়খন্ডের মনিরামপুরের বাসিন্দা । তাকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গিপুর মহুকুমা হাসপাতাল চত্ত্বর থেকে রঘুনাথগঞ্জ থানার অ্যান্টি ক্রাইম টিম দুজনকে গ্রেপ্তার করে ।

ধৃত পঞ্চাবটি গ্রামের বাসিন্দা বাপি দাস ও কানুপুরের বাসিন্দা আসিক সেখের কাছ থেকে উদ্ধার হয় চুরি  যাওয়া ১০টি মোটর বাইক। । এই ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই বাইক চুরি চক্রের আন্তরাজ্য যোগ থাকতে পারেও বলে অনুমান পুলিশের।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now