চুরির পর প্রণাম করে দু’শ টাকা দিয়ে গিয়েছিল শিক্ষককে, পুলিশের জালে কীর্তীমান Farakka Thief Arrest

Published By: Madhyabanga News | Published On:

মিলন সরকারঃ ছুরি দেখিয়ে চুরির পর প্রাক্তন প্রধান শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম করে দু’শ টাকা রেখে গিয়েছিল চোর। কিছুদিন আগেই ফরাক্কা ব্যারেজ আবাসনে প্রাক্তন প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়ের সাথে ঘটে এমন কাণ্ড। ঘটনার পরেই দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়। অবশেষে ধরা পড়ল এক চোর। একজনকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃতের নাম আকাশ ঘোষ। বয়স, ২৪ বছর। শনিবার সকালে ধৃতকে ১৪ দিনের জেল হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানা। বাকি এই ঘটনায় আর কে কে জড়িয়ে রয়েছে তাদের খোঁজে তদন্ত জারি ফরাক্কা থানার পুলিশ ।
সেদিনের মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ আবাসনেৎ কান্ডে অবাক হয়েছেন অনেকেই । প্রাক্তন প্রধান শিক্ষক হরিশ চন্দ্র রায়ও চুরির ঘটনায় কার্যত হতভম্ব ছিলেন । সোমবার রাতে ফরাক্কা ব্যারেজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও তার ভাই খাওয়া দাওয়া সেরে ঘরে বসে ছিলেন । সেই সময় দরজা খোলা থাকার সুযোগে হঠাৎ দুজন যুবক হাতে হাসুয়া ও ভোজালি নিয়ে তাদের ঘরে ঢুকে যান । পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র ধরে হিন্দী ভাষায় কথা বলতে থাকে তারা । হরিশচন্দ্র রায়ের ভাই বাঁধা দিলে তাকে ঘরের শৌচালয়ের ভেতরে আটকে দেয় দুষ্কৃতীরা। প্রাক্তন প্রধান শিক্ষিক তখন আত্মরক্ষার ভয়ে আলমারি থেকে ১৫ হাজার টাকা বের করে দেন। তারপর দুই চোর বাড়ির সব জায়গায় খোঁজা খুঁজি করে দুটি মোবাইল নিয়ে নেয়। চুরি করে বেরনোর সময় চোরেদের মধ্যে একজন প্রাক্তন প্রধান শিক্ষককে পা ছুয়ে প্রনাম করে। ধরিয়ে দিয়ে যায় দু’শ টাকা। ঘটনার পরেই তদন্তে নামে ফারাক্কা থানার পুলিশ।