চিপসের নাম ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘দুয়ারে সরকার’ ! ডোমকলে দোকানে লক্ষী ?

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের  ডোমকলের  দোকানে দোকানে এখন ঝুলছে লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার এর প্যাকেট। না , সরকারি প্রকল্প নয়; তবে  মুচমুচে চিপস। চিপসের  প্যাকেটের নাম -সরকারি প্রকল্পের নামে। যা নামী কোম্পানির জনপ্রিয়তাকেও রীতিমতো টক্কর দিচ্ছে।

মুর্শিদাবাদের ডোমকলে দোকানে দোকানে এখন ‘দুয়ারে সরকার’, ‘ লক্ষ্মীর ভাণ্ডার’ এর চাহিদা তুঙ্গে! পুরনো বিডিও মোড়ে দোকানগুলি এখন ছেয়ে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে সরকারে । রমরমা বাজার- অভিনব এবং অদ্ভুত কায়দায় খদ্দেরকে আকর্ষণ করছে সরকারি প্রকল্পের নামের এই মুচমুচে চিপ্স। প্যাকেটের ভেতরে আবার সারপ্রাইজ গিফটও থাকছে, যা ছোটদের আকৃষ্ট করছে, বলছেন দোকানদাররা।