১৯৭১ সালে মুক্তি পায় হিন্দি সিনেমা ‘আনন্দ’ (आनंद/Anand) । এই সিনেমার কাহিনীকার ও পরিচালক ছিলেন হৃষিকেশ মুখার্জী। অভিনয় করেন রাজেশ খান্না ও অমিতাভ বচ্চন। একজন ক্যানসার পেশেন্ট ও এক চিকিৎসকের বন্ধুত্বই এই সিনেমার বিষয়। ক্যানসার বিশেষজ্ঞ ড. ভাস্করের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আনন্দ নাম চরিত্রে অভিনয় করেছেন রাজেশ খান্না। ক্যানসারের টার্মিনাল স্টেজের পেশেন্ট আনন্দের সাথে আলাপ হয় চিকিৎসকের। এই সিনেমাতেই উঠে এসেছে কীভাবে স্বল্প দিনের জীবন কীভাবে খুশিতে ভরিয়ে তোলা যায়। এই বছরেই ৫০ ছুঁয়েছে এই সিনেমার বয়স।
“বাবুমশাই” ডাক কার্যত ভাইরাল হয় এই সিনেমা থেকেই। আর সেই রেকর্ডেড টেপ থেকে আসা কথাগুলোঃ “Zindagi aur maut uparwaale ke haath mein hai, jahaanpanaah, ise na tum badal sakte ho na main. Hum sab is rangmanch ke kathputliyaan hain” এখনও মনে রেখেছেন বহু সিনেমাপ্রেমী।চিকিৎসক এবং রোগীর মধ্যের সম্পর্কের বহু দিক উঠে এসেছে এই সি