বেদান্ত চট্টোপাধ্যায়ঃ রাসায়নিক সার, বিষ দূরে সরিয়ে রেখে জৈব চাষের প্রচার করতে ও চাষিদের সচেতন করতে সারা বাংলা জুড়ে প্রচারে বেড়িয়েছেন বাঁকুড়ার দুই কৃষক । একজন হল জয়ন্ত সেন এবং আরেকজন সন্তোষ সরকার। ২০০৪ সাল থেকে জৈব চাষ করে আসছেন বাঁকুড়ার ইন্দাস থানার শাসপুর গ্রাম পঞ্চায়েতের দয়ারামপুরের কৃষক জয়ন্ত সেন । রাসায়নিক সার প্রয়োগের ফলে সজবি ও ফসল থেকে আমাদের শরীরে কীভাবে বিষ ঢুকছে তা নিয়ে কৃষক থেকে সাধারণ মানুষকে সচেতন করছেন বাঁকুড়ার দুই কৃষক । প্রায় তিন সপ্তাহ আগে তাঁরা বাঁকুড়া থেকে সাইকেলে যাত্রা শুরু করেন।
বৃহস্পতিবার সকালে তাঁরা দুজনে এসে পৌঁছান বহরমপুরে, রবীন্দ্রসদনে ছাত্রছাত্রীদের জৈব সার ব্যবহার নিয়েয় বোঝান তাঁরা, পাশাপাশি রাসায়নিক সার বিষের কি ক্ষতিকর দিক রয়েছে তা নিয়েও সচেতন করেন। এখান থেকে তাঁরা সাইকেলে ভগবানগোলার দিকে রওনা দেন। সাইকেলে আসার একটাই কারন পথে রাস্তায়, মাঠে যেখানে কৃষকদের পাবেন পৌঁছে যাবেন এবং জৈব সার ব্যবহারের গুরুত্ব বোঝাবেন।