চালতিয়া বিল ঘুরে দেখলেন SDO, কড়া হুঁশিয়ারি

Published By: Madhyabanga News | Published On:

জলাভূমি ভরাট করা যাবে না, মাটি ফেলে ভরাট করলে ছাড়া হবে না কাউকেই – কড়া হুঁশিয়ারি বহরমপুর সদর মহকুমা শাসকের। চালতিয়া বিলের একাংশে ভরাটের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান সদর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায়, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিনন্দন ঘোষ। ভূমি দপ্তর আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপস্থিতিতে অভিযোগ খতিয়ে দেখেন।

প্রশাসনিক অনুমতি ছাড়া কতটা এলাকায় মাটি ফেলা হয়েছে- হিসেবনিকেশ চলে দীর্ঘক্ষণ। পরিদর্শনের পর মহকুমা শাসক বিলকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি বেআইনি ভাবে বিল ভরাট যাতে আর না হয়- গতিপ্রকৃতির ওপর নজর রাখার নির্দেশ দেন।

জল নিকাশির ক্ষেত্রে চালতিয়া বিলের গুরুত্ব অপরিসীম। একাধিকবার এই বিল ভরাটের অভিযোগ উঠেছে। গত ২৩ শে অক্টোবর- ফের এই বিলের একাংশ ভরাটের অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয়রা। ট্রাক্টরে  করে মাটি এনে বিলের একাংশে মাটি ফেলে ভরাটের প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয় ভাকুড়ী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।