চার লক্ষ টাকার জালনোট নিয়ে কোথায় যাচ্ছিলেন মহিলা ? ফারাক্কায় পুলিশের জালে কালিয়াচকের বাসিন্দা

Published By: Madhyabanga News | Published On:

পরিকল্পনা ছিল শনিবার ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে ট্রেনে চেপে পাটনা চলে  যাওয়ার। সাথে ছিল চার লক্ষ টাকার জাল নোট।  সেই পরিকল্পনাই  ভেস্তে দিল ফারাক্কা থানার  পুলিশ। বিপুল পরিমান জাল নোট পাচারের আগেই পুলিশের জালে এক মহিলা পাচারকারি। মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালায়।

নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক এক মহিলাকে আটক করা হয়, ব্যাগে তল্লাশি চালিয়ে চার লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়। ফারাক্কা থানার আইআই দেবব্রত চক্রবর্তী জানান , ধৃত মহিলার নাম সঞ্জিমা খাতুন। বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় । শনিবার ভোরে নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোড়াফেরা করতে দেখা যায় তাঁকে।

পুলিশ সূত্রে জানা যায় সমস্ত জাল নোট গুলি ৫০০ টাকার। ধৃত ওই মহিলাকে এদিন ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানা।