চার ঘন্টার মধ্যেই আটক যুবক, উদ্ধার রক্তাক্ত লাল টিশার্ট , নকল বন্দুক Berhampore Incident Update

Published By: Madhyabanga News | Published On:

বহরমপুরে গোরাবাজারে নৃশংস ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। মুর্শিদাবাদের  এসপি কে শবরী রাজ কুমার জানান, ” বিকেল সাড়ে ছ’টার দিকে ছাত্রীর উপর হামলা হয়। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। আমরা অভিযুক্তকে ধরার চেষ্টা করি। নাকা চেকিং শুরু হয়। রাত্রি প্রায় দশটা পনেরোর  দিকে সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরঞ্জ থানার পুলিশ ওই যুবককে আটক করে। একটি ধারালো অস্ত্র, রক্তের ছাপ লাগা টিশার্ট এবং ফেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ” ।

যুবক মালদার পাকুড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্তের দাবি ওই ছাত্রী এবং যুবকের মধ্যে সম্পর্ক ছিল। সম্পর্কে টানা পোড়েনের জন্যই খুন। রাত্রি প্রায় ১০ টা ১৫’র দিকে গ্রেফতার করা হয় ওই যুবক কে। প্রায় সাড়ে পৌনে সাতটা নাগাদ  খবর পায় পুলিশ।  চার ঘন্টার মধ্যেই অভিযুক্তকে  গ্রেফতার করে পুলিশ।  কীভাবে যুবক পরিকল্পনা করেছিলেন , কেন হামলদা  করেছিলেন সেই সব বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে এবং জেলার বিভিন্ন স্থানে সিসিটিভি থাকায় তদন্তে সুবিধা হয়েছে।