চাকরি, অপরাধীদের শাস্তি দাবিতে নিমতিতায় বিক্ষোভ যুবকদের

Published By: Madhyabanga News | Published On:

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে জখম হওয়া যুবকরা নিমতিতা স্টেশনে এসে বিক্ষোভ দেখালেন রবিবার।  চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে নিমতিতা স্টেশন এর দুই নম্বর প্ল্যাটফর্মের সামনে বিক্ষোভ অবস্থান ও প্রতীকী প্রতিবাদে সামিল হলেন  নিমতিতা কাণ্ডে জখম যুবকরা ।

২০২১ এর  ১৭  ই ফেব্রুয়ারি রাত পৌনে দশটা নাগাদ বিস্ফোরণ হয় নিমতিতা স্টেশনে ।  তিস্তা তোর্সা এক্সপ্রেস ট্রেন ধরতে এসেছিলেন সেই সময়   রাজ্যের  শ্রমদপ্তরের  প্রতিমন্ত্রী জাকির হোসেন ।আহত হন মন্ত্রী। অভিযোগ মন্ত্রীকে লক্ষ্য করেই হামলা হয়েছিল। মন্ত্রী  সাথে থাকা  অনুগামীরাও গুরুতর ভাবে আহত হয়েছিলেন।  আহত যুবকদের দাবী এতদিন হয়ে গেলেও উপযুক্ত ক্ষতিপূরণ পাননি তারা। রাজ্য ও কেন্দ্রের সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানান তারা।