চলে গেলেন শাঁওলি মিত্র, আড়ালেই শেষকৃত্য

Published By: Madhyabanga News | Published On:

“ফুলের ভারে যেন আমার দেহ যেন সেজে না ওঠে “- এমনটাই নির্দেশ ছিলো শাঁওলি মিত্রের | চলে গেলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র | কি যেন একটা যুগের জীবনাবসান | খবরটা আসা মাত্রই নাট্যজগতে নেমে এসেছে শোকের ছায়া | মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪  বছর | দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন

| বিশেষ সূত্রে জানা যায় রবিবার দুপুরে শম্ভু মিত্র- তৃপ্তি মিত্র কন্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | শেষ ইচ্ছা ছিল সকলের অলক্ষ্যে তাঁর শেষ কার্য যেন সম্পন্ন হয় | তার কথা মতই রবিবার সিরিটি  মহাশ্মশানে তার শেষ কার্য সম্পন্ন করা হয় | জানা যায়,চলে যাওয়ার আগে তিনি তার ইচ্ছাপত্রে জানিয়েছিলেন এই কথা | এবং দায়িত্ব দিয়েছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ ও তার মানস পুত্র ও কন্যা সায়ক চক্রবর্তীর কাছে |

শাঁওলি মিত্রর জীবনাবসানে নাট্য প্রেমী মানুষদের সময় সত্যিই থমকে গেছে | মঞ্চটা শুধু পড়েই রইলো, চলে গেলেন মঞ্চের রানী |

পদ্মশ্রী শাঁওলি মিত্র চলে গেলেও সকলের মনেই থেকে যাবে তার বঙ্গবালা চরিত্র, তার অন্যান্য আরও অভিনয় | সকলের অগোচরে সাদামাটাভাবে চলে গেলেন নাটক জগতের দিকপাল ব্যক্তিত্ব শাঁওলি মিত্র |