চতুর্থীর রাতে বহরমপুরে শুরু পুজো, উদ্বোধন করলেন মিমি চক্রবর্তী

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বৃহস্পতিবার, চতুর্থীর রাতে উদ্বোধন হয়ে গেল বহরমপুর ভট্টাচার্য পাড়া দুর্গোৎসব কমিটির দুর্গা পুজো মন্ডপের। এবার তাদের পুজোর থিম থ্রিডি ম্যাপিং।

উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে। শহরে নেমেছে মানুষের ঢল। আর পুজোর উদ্বোধনে যদি আসেন রুপোলি পর্দার তারকা তাহলে সে ভিড় নয়, হয়ে যায় জনসমুদ্র।

আজ এমনই অবস্থা ছিল বহরমপুরের কিছু পুজো মন্ডপের। শহরের বেশ কিছু পুজো মন্ডপ উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের এম.পি তথা টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুজোমন্ডপগুলিতে চতুর্থী থেকেই মানুষের ভিড় শুরু হয়ে গেছে । কান্দি বাসস্ট্যান্ডের পুজো, ভট্টাচার্য পাড়ার পুজো, সৈদাবাদ নবরূপ সংঘের পুজো মন্ডপ ও বিষ্ণুপুর সহ আরও বেশ কিছু পুজো মন্ডপের ফিতে কেটে মন্ডপ উদ্বোধন করেন এই তারকা। আজ শহরেই থাকবেন এই তারকা। বহরমপুরের মানুষের পুজো শুরু হল এই তারকার সাথে।

বেগুনি রঙের এথনিক সাজে পুজো মন্ডপের মূল কেন্দ্রবিন্দু ছিলেন মিমি।

বেগুনি রঙের এথনিক সাজে পুজো মন্ডপের মূল কেন্দ্রবিন্দু ছিলেন মিমি। তিনি বলেন, “বহরমপুরে আমি আগেও এসেছি, তবে পুজোয় আমি সাধারণত কলকাতার বাইরে যায়না। কিন্তু আজ বহরমপুরে এসে এত ভালোবাসা পেয়ে মনে হচ্ছে না আসলে মিস করতাম”।

পুজো প্যান্ডেল উদ্বোধনে মিমির সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জি।