মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ চকলেটের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সামসেরগঞ্জে। শনিবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত অশোক দাসকে গ্রেফতার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন দুপুরে ওই নাবালিকা বাড়ির পাশের একটি আমবাগানে খেলা করছিল । সেই সময় প্রতিবেশি ওই ব্যক্তি নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায় । সেখানেই তাকে যৌন নির্যাতনের করে বলে অভিযোগ ।
নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং অভিযুক্তকে ধরে ফেলে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নাবালিকার পরিবার সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায়। রবিবার অভিযুক্ত ওই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ