ঘাটে ভাসছে দেহ, লালগোলায় স্নানে গিয়ে উধাও ছিল দুই কিশোর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ লালগোলায় স্নানে গিয়ে নিখোঁজ দুই কিশোরের দেহ উদ্ধার হল সোমবার। রবিবার লালগোলার কুচিডাঙা কদমতলা গ্রামে ঘটেছিল  মর্মান্তিক দুর্ঘটনা। দাদুর বাড়ি বেড়াতে এসে এক বন্ধুর সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় দুই কিশোর ।

স্থানীয়রা প্রশাসনের সহায়তায় নিখোঁজ দুই কিশোরের খোঁজে ডুবুরি তল্লাশি শুরু করে। দিনভর খোঁজাখুঁজির পর সোমবার সকালে অবশেষে দেহ উদ্ধার হল দুই কিশোরের।  এদিন সকাল সাড়ে ছটা নাগাদ খামারপাড়া ঘাটে জলে ভেসে ওঠে সাগর সেখের নিথর দে হ। এরপর সকাল সাত টা নাগাদ কাবিলপুর ঘাটে উদ্ধার হয় সুইট সেখের দেহ।

দেহ দুটি উদ্ধা করে নিয়ে আসা হয় বাড়িতে, দুই কিশোরের মর্মান্তিক পরিণতিতে কান্নায় ভেঙে পরেন আত্মীয় সজনেরা। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

See also  Hariharpara incident বোনেদের বিয়ে দেওয়ার স্বপ্ন ভাঙল! সৌদিতেই থমকে গেল পরিযায়ীর জীবন