মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু্তে চাঞ্চল্য ছড়াল ফরাক্কার দেবিদাসপুর এলাকায় । মৃত গৃহবধূর নাম পলি মন্ডল। মৃতার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে পলিকে। ঘটনার পর থেকেই পতালক স্বামী উৎপল মণ্ডল সহ শ্বশুর বাড়ির সদস্যরা ।
পরিবার সুত্রে জানা গিয়েছে মালদার দেওনাপুরের পলি মন্ডলের বিয়ে হয় ফারাক্কার দেবিদাস পুর এলাকায়। স্বামী উৎপল মন্ডল কখনো জমিতে, কখনো ভিন রাজ্যে কাজ করতেন ।
বিয়ের কিছুদিন পর থেকেই ওই গৃহব্ধূর উপর নির্যাতন চলত বলে অভিযোগ। সোমবার সকালে শ্বশুর বাড়িতে ঘরের মধ্যেই ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই গৃহব্ধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।