ঘনশ্যামপুরে ভাঙনে তলিয়ে যাবে কবরস্থান ? সাবিনা আসছেন সামসেরগঞ্জে

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ সামসেরগঞ্জঃ শুক্রবার ভোর রাত থেকে ফের  গঙ্গা ভাঙন শুরু হয়েছে সামসেরগঞ্জের ঘনশ্যামপুরে।  ভোরেই  ভেঙে যায় কবরস্থানের প্রাচীরের একাংশ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। ইতিমধ্যেই ঐতিহ্যবাহী ঘনেশ্যামপুরের পুরাতন কবরস্থানের প্রাচীরের একাংশ গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। তলিয়ে গিয়েছে বেশ কিছু ফাঁকা জায়গাও।

এদিকে শুধু কবরস্থানের প্রাচীর গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়ায় নয়, যে কোনো মুহূর্তে পুরো কবরস্থান গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসীরা। উল্লেখ করা যেতে পারে, বেশ কয়েক মাস থেকেই লাগাতার গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। ভাঙনের গর্ভে ইতিমধ্যেই তলিয়ে গেছে বেশ কিছু বাড়িঘর।কৃষি জমি। তলিয়ে গিয়েছে মন্দির সহ বহু সম্পত্তি। আর এরই মাঝে শীতের মধ্যেই গঙ্গা ভাঙন নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। প্রশাসন সূত্রে খবর, এদিন ভাঙন পরিদর্শনে আসছেন সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।