জমির উপর দিয়ে বাংলাদেশে যাবে হাই টেনশন তার! কাজ আটকে বিক্ষোভ ফারাক্কায়

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফারাক্কার গ্রামের উপর দিয়ে পাশের দেশ বাংলাদেশে যাবে হাই টেনশন বিদ্যুতের তার। তবে জমি ও বাগানের উপর দিয়ে হাইটেনশন তার নিয়ে দিতে নারাজ জাফরগঞ্জ দাদনটোলা এলাকার মানুষ। রবিবার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের সঙ্গে তুমুল বাক বিতণ্ডাও বাধে পুলিশের । গ্রামবাসীদের দাবি, এলাকার বাসিন্দাদের আয়ের একমাত্র উৎস আম ও লিচু চাষি। জমি থেকে উচ্ছেদ করে জমির উপর দিয়ে তার নিয়ে যেতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন গ্রামবাসীরা।
ঝড়খন্ড থেকে ফারাক্কা হয়ে বাংলাদেশের যাবে বিদ্যুৎ। সেই কাজের জন্য ইতিমধ্যেই টাওয়ার তৈরি হয়ে গিয়েছে। রবিবার ফারক্কার বেনিয়াগ্রামের দাদনতোলা এলাকায় বিদ্যুতের কাজ করতে আসেন বেসরকারি সংস্থার কর্মীরা। সময় কাজ আটকে দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌচ্ছান ফারাক্কার বিডিও ও পুলিশ। গ্রামবাসীদের দাবি জমির সঠিক মূল্য না পাওয়ায় তারা হাইকোর্টে মামলা করেছে। সেই মামলার রায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই কাজ। গ্রামবাসীদের সাথে কথা বলেন ফারাক্কার বিডিও সহ প্রশাসনিক আধিকারিকেরা।