গ্যাস লিকঃ মুর্শিদাবাদে ফিরহাদ, পুলক রায়; ঘুরে দেখলেন ঘটনাস্থল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে গ্যাস লিক কান্ডে ঘটনাস্থল ঘুরে দেখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হামিক, জনস্বাস্থ্য কারিগরী ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী পুলক রায়। সড়ক পথে বহরমপুর থেকে মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ঘটনাস্থলে যান দুই হেভিওয়েট মন্ত্রী।যান হাসপাতালেও।

সোমবার সকালে মুর্শিদাবাদের লালবাগে  পিএইচই ‘র পরিত্যক্ত এক জলের ট্যাংক ভাঙার কাজ  চলাকালীন ক্লোরিন   গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েন ১৮ জন। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে যায় এলাকায়। ক্লোরিন গ্যাস লিক করে ৯ নম্বর ওয়ার্ডের হরিসিংহ দেউড়ি এলাকার বাসিন্দারাও  অসুস্থ হয়ে পড়েন।   ক্ষতি হয়েছে বেশকিছু গাছের। দমকল ও পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।  দুজনকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন রোগীদের চোখে মুখে আতংকের চাপ স্পষ্ট। ধীরে ধীরে সুস্থ হতে উঠছেন সকলেই। উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে পিএইচই। শোকজ করা হয়েছে দায়িত্ব প্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে।