এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

গোরাবাজার কান্ডঃ আঙুলের ছাপের খোঁজে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো

Published on: May 4, 2022

সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোরাবাজারে সুইমিং পুলের গলিতে ঘটনার তদন্তে এবার ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো।  ছাত্রী খুজে কয়েক  ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। মঙ্গলবার ধৃতকে কোর্টে তোলা হয় এবং ১০ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই খুনের সাথে ব্যবহৃত চাকু, নকল বন্দুক অভিযুক্তের রক্তমাখা জামা প্যান্ট , নিহত ছাত্রী ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোন হেফাজতে পেয়েছে।

সেই সব তদন্তের স্বার্থে বুধবার বহরমপুর থানায় যান মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার ও ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা। এদিন এসপি কে শবরী রাজকুমার  জানান, ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা এসেছেন, বিশ্লেষন করে দেখা হচ্ছে।

সুত্রের খবর এদিন ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা উদ্ধার হওয়া চাকু, নকল বন্দুক অভিযুক্তের রক্তমাখা জামা প্যান্ট সহ যাবতীয় জিনিস খতিয়ে  দেখেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now