গৃহবধূর মরদেহ উদ্ধার ভগবানগোলায়, খুন না আত্মহত্যা ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৩ জানুয়ারিঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ভগবানগোলা থানার নওদাপাড়া এলাকায়। মৃতার নাম সাজোরা খাতুন। শুক্রবার রাতে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর প্রায়শই সাংসারিক অশান্তি লেগেই থাকতো। এর আগে একাধিক বার মীমাংসাও করা হয় সামাজিক ভাবে। মৃতার পরিবারের অভিযোগ এদনিও অশান্তি চরমে ওঠে, এবং ওই গৃহবধূর মা বা তাঁর সাথে শ্বশুরবাড়িতে দেখা করতে এলেও দেখা করতে দেয়নি শ্বশুরবাড়ির লোকজন। বাড়ি ফিরে ওই দিন রাতেই মেয়ের মৃত্যুর খবর পায় তারা।
গৃহবধূর গায়ে আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ করছেন মৃতার আত্মীয় পরিজনেরা. যদিও মৃতার জা এর বক্তব্য আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
শুক্রবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পলাতক মৃতার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

See also  Save Cows and Goats from Heat Pain: গরমের কষ্ট থেকে গরু ছাগলকে বাঁচাবেন কীভাবে ?