গির্জার মোড় থেকে ইন্দ্রপ্রস্থ, জমা জলে নাজেহাল শহরবাসী

Published By: Madhyabanga News | Published On:

দু’এক পশলা বৃষ্টিতেই শহরে জমছে জল।  বৃষ্টিতে বেহাল শহর বহরমপুর।  দীর্ঘদিন ধরে বর্ষা হলেই জল জমার সমস্যায় ভুগছেন বহরমপুর বাসী |আজ সকালের বৃষ্টির পরে চিত্রটা আরও খারাপ | কোথাও ড্রেন উপচে জল বয়ে চলেছে, আবার কোথাও নর্দমা উপচে জল উঠে এসেছে রাস্তায়।

বহরমপুর শহরের প্রাণকেন্দ্র ইন্দ্রপ্রস্থ ; সেখানকার বেশ কিছু এলাকায় অবস্থা বেশ  খারাপ | পাশ দিয়ে বয়ে চলেছে হাই ড্রেন | বৃষ্টি হলেই রাস্তা আর ড্রেন এক হয়ে যাচ্ছে | আজও সেই চিত্র অব্যহত |মশা ও অন্যান্য পোকা মাকড়ের উপদ্রব তো রয়েইছে | সাথে বড়ো দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে | স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই সমস্যা বহুদিনের, বারবার পৌরসভায় আর্জি জানানোর পরেও কোনো ব্যবস্থা নেই |

আবার কে. এন. রোডের দিকে তাকালেও আরও বীভৎস চিত্র, একে রাস্তার বেহাল অবস্থা উপরন্তু অল্প বৃষ্টিতে জল | আবার বহরমপুর গির্জার মোড়েও একই চিত্র |দোকানদাররা জানাচ্ছেন, দীর্ঘদিনের এই সমস্যা।