গিরিয়ার যুদ্ধে নিহত নবাবের অবহেলিত সমাধি এবার নতুন চেহারায়

Published By: Madhyabanga News | Published On:

জঙ্গলের মধ্যে ভাঙাচোরা অবস্থায় পরে থাকা নবাবের  সমাধি পেল নতুন রূপ। বাংলা বিহার ওড়িষার  নাজিম নবাব সরফরাজ খাঁ’র  সমাধিস্থলকে সংস্কার করা হল। মুর্শিদ কুলি খাঁ’র নাতি ও সুজাউদ্দৌলার পুত্র ছিলেন নবাব  সরফরাজ খান।

এতদিন তাঁর সমাধিস্থল ছিল সকলের চোখের আড়ালে, অবহেলায়, বেহাল দশায়। সেই বেহাল দশা কাটিয়ে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে রূপ দেওয়া হল। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্ট সোসাইটির আর্থিক সহযোগিতায় মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার সহ নবাব মির্জা পরিবারের সদস্য, মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভলপমেন্ট সোসাইটির সদস্য এবং  বিশিষ্ট জনেরা। সুরক্ষিত স্মারক নবাব সরফরাজ খাঁর সমাধি ঘুরে দেখতে পারবেন পর্যটকরাও । ১৭৪০ খ্রিস্টাব্দে গিরিয়ার যুদ্ধে পাটনার সুবেদার আলীবর্দি খাঁর অতর্কিত হামলায় নবাব সরফরাজ খাঁ নিহত হন। তাঁর পুত্র মির্জা আমানি নাটকাখালি বর্তমানে নাগিনাবাগে নবাবের প্রাসাদ সংলগ্ন স্থানে নবাবকে সমাধিস্থ করেন। সেই ধংস প্রাপ্ত সমাধি সংস্কার হল অবশেষে।