গাড়ির ইঞ্জিন, চাকায় প্যাকেট প্যাকেট গাঁজা; বেলডাঙ্গায় গ্রেপ্তার এক

Published By: Madhyabanga News | Published On:

গাড়ির ইঞ্জিন খুলতেই বেড়িয়ে এল প্যাকেট প্যাকেট গাঁজা। কেজি কেজি গাঁজা প্যাকেট বন্দী করে রাখা গাড়ির বনেটে ইঞ্জিনের পাশে। গাঁজা রাখা গাড়ির চাকার মধ্যেও। বেলডাঙ্গায় নাকা চলাকালীন  গাঁজা পচারকারীকে ধরে তাজ্জব পুলিশ।

বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে  বেলডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রে বেলডাঙা থানার বড়ুয়া মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহ জনক পিক আপ ভ্যান আটক করে বেলডাঙা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩৭কেজি গাঁজা বলে পুলিশ সূত্রে খবর। গ্রেপ্তার করা হয় গাড়ি চালক মজিবুল আলীকে। ধৃত ব্যক্তি কোচবিহারের তুফানগঞ্জ এলাকায়। উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নদীয়ার উদ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বেলডাঙা থানার পুলিশ।উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে নদীয়ার উদ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তবে যে কায়দায় গাড়ির টায়ার, বনেটে গাঁজা রাখা হয়েছিল তা দেখে অবাক হয়েছেন পুলিশ কর্তারাও।