গাফিলতি কার ? ঝড়ে ভাঙ্গা গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৫ মেঃ গাফিলতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। শনিবার বিকেলে রানিতলা থানার নসিপুর পূর্ব গ্রামে।  ঝড়ে ভাঙ্গা গাছ সরাতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হল এক  কিশোর । ক্ষোভের মুখে পড়লেন  বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

শনিবার বিকেলে  চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রানিতলা থানার নসিপুর পূর্ব গ্রামে।

গ্রামবাসীদের দাবি, এদিন দুপুরে রাস্তার পাশে একটি গাছ ভেঙে পড়ে এবং তার ফলে বিদ্যুৎএর তার ছিঁড়ে  যায়। ঘটনার কথা জানান হয় বিদ্যুৎ দপ্তরে।  বিদ্যুৎ দপ্তরে জানানোর পর সেই ভাঙা গাছ সরাতে  গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এক কিশোর।

জানানোর পরেও কেন বিচ্ছিন্ন করা হয় নি বিদ্যুৎ সংযোগ ? প্রশ্ন গ্রামবাসীদের।

আহত কিশোরের পরিবারের মা সাইরিনা বিবি বলেন, আরো বিপদ হয়ে যেতে পারতো। পরিবারের সদস্যদের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটে।

শনিবার বিকেলে  বিদ্যুৎ দপ্তরে কর্মীরা এলাকায় এলে স্থানীয় বাশিন্দারা তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান।