গাছে বিপদ, দুর্ঘটনা এড়াতে কান্দিতে কাটা হচ্ছে ডাল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভিজে বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে দেওয়ায় দুর্ঘটনা ঘটছে জেলার বিভিন্ন স্থানে । ভিজে গাছের ডাল থেকেও ইলেকট্রিক শকে মৃত্যুর ঘটনা ঘটেছে । বৃষ্টিতে জলের তলায় অনেক সময় ডাল ভেঙ্গে পড়ে থাকে । সেই ডাল কোনওভাবে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে থাকলে বিদ্যুৎবাহী তার এর সংস্পর্শে থাকলে তা থেকেও দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের ঘটনা এড়াতে গ্রামাঞ্চলের প্রতিটি এলাকায় বিদ্যুতের তার যেসব জায়গা দিয়ে গিয়েছে, সেখানে গাছের ডাল কেটে দেওয়া হচ্ছে । জোর কদমে এই অভিযান চলছে। বুধবার কান্দি মহকুমার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ কর্মীরা গাছের ডাল কেটেছেন । এই জন্য বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছিল দিনের অনেকটা সময় । এই সময় ধান চাষে মিনি ডিপ থেকে সেচের কাজ চলছে। বৃষ্টির ঘাটতি পূরণ হয়নি। ফলে কিছু কিছু জায়গায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে ফলে কৃষকরা জানিয়েছেন। এই বিষয়ে বহরমপুরে বিদ্যুৎ দপ্তর এর এক আধিকারিক জানিয়েছেন, সবার ভালোর জন্য এটা করা হচ্ছে। দুর্ঘটনা যাতে না ঘটে এবং বিদ্যুৎ পরিষেবাতে কোথাও যাতে সমস্যা না হয় সে জন্য এটা করা হচ্ছে। রাজ্যের উচ্চ স্তর থেকে এই বিষয়ে নির্দেশ এসেছে। সমস্ত রাজ্য জুড়ে এটা হচ্ছে। তবে এই নিয়ে যদি কারো কোনওরকম অসুবিধা হয়, তারা গ্রিভান্স সেলে যোগাযোগ করতে পারেন।