গাছের মন ভালো রাখতে গান; অভিনব উদ্যোগ নিলেন বহরমপুরের কয়েকজন পরিবেশকর্মী। মন ভালো রাখতে সকলেও তো গান শোনেন তবে গাছের মন ভালো রাখতে গাছকে গান শোনাতে এগিয়ে এলেন পচিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা এবং বহরমপুর শহরের পরিবেশ রক্ষার কাজে স্থানীয় কর্মীরা । রবিবার মধুপুর বিষ্ণুপুর শাখা এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়।
এদিন মধুপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রায় ২০০ চারাগাছ বিতরণ করা হয়, শুধু চারাগাছ বিতরণ নয় ১০টি বৃক্ষরোপণও করা হয়। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের মন ভালো রাখতে গানও শোনান হয় সংস্থার পক্ষ থেকে।