গর্ভবতী মহিলারাও এবার থেকে নিতে পারবেন কোভিড ভ্যাকসিন। টিকার ওপর জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গোষ্ঠী (এনটিএজিআই)এর সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অন্ত:সত্ত্বা মহিলাদের কোভিড-১৯ টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ২ জুলাই দেওয়া এই অনুমোদন অনুসারে অন্ত:সত্ত্বা মহিলারা নিজের পছন্দমতো কোভিড-১৯ টিকা নিতে পারেন। এই সিদ্ধান্তের কথা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে। জাতীয় কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় অন্ত:সত্ত্বা মহিলারা টিকা নিতে পারেন।
মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের জাতীয় কোভিড টিকা কর্মসূচিতে টিকাদান, জনস্বাস্থ্য, রোগ নিয়ন্ত্রণ এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈজ্ঞানিক এবং মহামারী বিজ্ঞান প্রমাণের ওপর ভিত্তিতে এই কর্মসূচিকে জোরদার করে তোলার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যুক্ত পেশাদার স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মীদের সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে পর্যন্ত অন্ত:সত্ত্বা মহিলাদের বাদ দিয়ে সমস্ত যোগ্য ব্যক্তিকেই কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বিশ্বের এই বৃহত্তম টিকাদান অভিযানে অন্ত:সত্ত্বা মহিলাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় কোভিড-১৯ সংক্রমণের ফলে অন্ত:সত্ত্বা মহিলাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে। এমনকি তার এবং গর্ভাবস্থায় থাকা ভ্রুণের ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ভিত্তির ওপর তথ্য যাচাই করে দেখেছেন কোভিড আক্রান্ত অন্ত:সত্ত্বা মহিলাদের জীবনের ঝুঁকি বেশি রয়েছে। তাই এনটিএজিআই-এর সুপারিশ মেনে মন্ত্রক সর্বসম্মতিক্রমে অন্ত:সত্ত্বা মহিলাদের টিকাদানের বিষয়ে ছাড় দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এজন্য একটি নির্দেশিকাও তৈরি করেছে। গর্ভাবস্থায় যেকোন সময় মহিলারা নিকটস্থ সরকারি বা বেসরকারী কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে কো-উইন পোর্টালে নাম নথিভুক্তকরণের পর টিকা নিতে পারবেন ।