গভীর রাতে গোষ্ঠীকোন্দলে, মুর্শিদাবাদে সংঘর্ষ TMC’র ছাত্র বনাম যুবর

Published By: Madhyabanga News | Published On:

গভীর রাতে শাসক দলের দুই পক্ষের লড়াইয়ে উত্তপ্ত লালবাগ। রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ শহরে পৌরসভার নেতাজী আবাসে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মুখোমুখি লড়াইয়ে ছড়ায়  উত্তেজনা । দু পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, মারামারিতে প্রকাশ্যে চলে এলো গোষ্ঠী কোন্দল । রাতেই মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এই ঘটনায় লালবাগ টাউন যুব তৃণমূল সভাপতি হারুন রশিদ আহত হয়ে রাতেই লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হন। হারুন রশিদের অভিযোগ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকারের উপস্থিতিতে ও নির্দেশে তাঁর ওপর আক্রমণ, হামলা চালানো হয়েছে।

এই অভিযোগ প্রসঙ্গে ভীষ্মদেব কর্মকার অবশ্য বলেন, তাঁর কিছুই জানা নেই।

জানা গিয়েছে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিধানসভা ভোট প্রচারে জেলায় এসেছেন, সেই উপলক্ষেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র নেতৃত্বরা গতরাতে ওখানে হাজির ছিলেন। যে প্রসঙ্গে নেতাজী আবাসের দায়িত্বপ্রাপ্তরা অবশ্য বলছেন পৌর প্রশাসকের অনুমতিতেই ভাড়া দেওয়া হয়েছে।

যদিও এই বিষয়ে কিছুই জানা নেই প্রতিক্রিয়া মুর্শিদাবাদ পৌরসভার প্রশাসক ।ললিতা নন্দী দাসের।

সোমবারই নির্বাচনী প্রস্তুতি সভায় জঙ্গিপুরে যান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। সেখানেই নেতাজী আবাসে কোন্দল প্রসঙ্গকে গুরুত্ব দিতে চাননি তিনি।
গোটা ঘটনায় কার্যত অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।