গঙ্গা ভাঙনের আশঙ্কায় উত্তর চাচন্ড গ্রামের বাসিন্দারা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ নদী ভাঙন যেন অভিশাপে পরিণত হয়েছে সামসেরগঞ্জ, ফারাক্কারা বাসিন্দাদের। এবছর কয়েক মাস থেকে লাগাতার নদী ভাঙনের যেরে ঘর বাড়ি ভিটে মাটি হাড়িয়েছে ধানঘরা, শিবপুর শহ বিভিন্ন এলাকায় বহু মানুষ। চাষের জমি, বসত বাড়ি, বাগান সবই আসতে আসতে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। অনেকেই বেঁচে থাকায় আশ্রয় হারিয়ে অন্যত্র চলে গিয়েছেন। এবার ধানঘরা, শিবপুরের মত গঙ্গা ভাঙনের আশঙ্কায় দিন কাটছে সামসেরগঞ্জের উত্তর চাচন্ডো গ্রামের মানুষজন। কয়েক বছর আগে ভাঙনের জেরে গ্রামের অনেক মানুষ তাদের চাষের জমি হারান, এরপর তেমন ভাবে আর নতুন করে ভাঙন না হওয়ায় স্বস্তিতেই ছিলে উত্তর চাচন্ডো গ্রামের মানুষজন, কিন্তু এবার তাদের গ্রামের দিকে আসতে আসতে ভাঙন দেন গ্রাস করতে আসছে। আর কিছুটা হলেই গ্রামকে গ্রাস করতে শুরু করবে নদী ভাঙন, আর এই আতঙ্কেয় সাভাবিক ভাবেই ঘুম ছুটেছে গঙ্গা পারের উত্তর চাচন্ডো গ্রামের বাসিন্দাদের।

অনেকেই ভাঙনের ভয়ে আগে থেকেই অন্যত্র আশ্রয়ের খোঁজ শুরু করেছেন। অতিসত্বর এই ভাঙন রোধের দাবিও তুলেছেন উত্তর চাচন্ডো গ্রামের মানুষজন।।