এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

 খয়রামারী গ্রাম পঞ্চায়েতের  নির্বাহী সহায়ককে মারধরের অভিযোগ প্রধানের বিরুদ্ধে

Published on: March 16, 2021

মধ্যবঙ্গ ব্যুরো নিউজ ১৬ ই মার্চ – ভোটের মুখে পঞ্চায়েত অফিসের মধ্যেই কর্তব্যরত সরকারী কর্মীকে মারধোরের অভিযোগ শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।   নির্বাচন ঘোষণা হয়ে গেছে তারপরেও অবৈধ ভাবে ভুয়ো বিলে সই করতে চাপ।  সই না করায় পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে মারধোরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। জানা যায়,  জলঙ্গি ব্লকের খয়রামাড়ি গ্রাম পঞ্চায়েতে নির্বাহী আধিকারিকের কাজ করেন সঞ্জীব পান্ডে। সোমবার তিনি অফিসে গেলে পঞ্চায়েত প্রধান সেলিনা বিবি ও তার স্বামী তাকে প্রধানের ঘরে ডেকে পাঠান এবং বেশ কিছু ভুয়ো বিলে সই করতে চাপ দেন বলে অভিযোগ সঞ্জীব পান্ডের। নির্বাহী আধিকারিক তাতে রাজি না হওয়ায় তাকে মারধোর করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আনে আহতের পরিবার। আহত অবস্থায় ওই নির্বাহী আধিকারিক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আক্রান্ত সঞ্জীব পাণ্ডে জেলা পঞ্চায়েত আধিকারিকের  কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই ঘটনা সম্পর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবী পঞ্চায়েত প্রধানের। তার দাবী এই নির্বাহী আধিকারিক নিয়মিত অফিসে আসেন না তাই এই মিথ্যা অভিযোগ করছেন।

ঘটনায় পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্টেনের পক্ষ থেকে মঙ্গলবার জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের  এর কাছে অভিযোগ জানিয়ে ডেপুটেশন দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now