খড়গ্রামে দলীয় ব্যানারেই হবে স্মরণ সভা – সাফ জানালেন জেলা সভাপতি

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: দলের সভা না মুর্শিদাবাদ জেলা পরিষদের সভা? ৮ ই নভেম্বর খড়গ্রামের স্মরণসভা নিয়ে শুভেন্দু অনুগামী ভার্সেস তৃণমূল নেতৃত্বের তরজা চরমে ওঠে। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে প্রয়াত বনভুমি কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মণ্ডলের স্মরণে এই স্মরণসভা, যা স্পষ্টই জানিয়ে দেন সভাধিপতি মোশারফ হোসেন। প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও খড়গ্রামের কৃষক বাজার সংলগ্ন মাঠে এই সভা নিয়ে প্রশ্ন তোলেন জেলা তৃণমূল নেতৃত্বই। সেই দ্বন্দ্ব মেটাতেই এবার খড়গ্রামে গেলেন সাংসদ ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। বৃহস্পতিবার খড়গ্রামে স্থানীয় বিধায়ক, কর্মীদের সাথে বৈঠক করেন তিনি। এর আগে জেলা সভাপতি নিজেই প্রশ্ন তুলেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের। সমস্ত সদস্য তৃণমূল কংগ্রেসের। সুতরাং এখানে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে জেলা পরিষদের আলাদা কোন অস্তিত্ব নেই। ফলে জেলা পরিষদের ব্যানারে কেন এই ধরনের অনুষ্ঠান হবে? এদিন কর্মীদের সাথে আলোচনার পর সমস্ত জল্পনা উড়িয়ে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান সাফ জানালেন দলীয় ব্যানারে হবে স্মরণ সভা। জননেত্রীর ছবি থাকবে। দলের ই অনুষ্ঠান হবে, সৌজন্যে কেউ থাকতেই পারে।