খড়গ্রামে গ্রামে ঘুরবে থানাঃ ভ্রাম্যমান থানা

Published By: Madhyabanga News | Published On:

মানুষের  অভিযোগ শুনতে এবার  ‘ভ্রাম্যমান থানা’ খড়গ্রামে। গ্রামে গ্রামে ঘুরে থানা শুনবে মানুষের অভিযোগ।  এলাকার মানুষের সুবিধার কথা ভেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার খড়গ্রাম থানা এলাকায় ভ্রাম্যমান থানার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কে শবরী রাজকুমার। শনিবার নগর কৃষকবাজার এলাকায় শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান থানায় অভিযোগ দায়ের করলেন। পাশাপাশি খড়গ্রাম থানার পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পুলিশের অনুপ্রেরনায় রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির ‘উৎসর্গ’ করা হয়। ৬০ জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে। মানুষের পরিষেবায় এই উদ্যোগ জানান পুলিশ সুপার।

 

মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কে শবরি রাজকুমার জানান, আগে থেকেই চালু ছিল ভ্রাম্যমান থানা। কোভিডের কারণে থেমে ছিল উদ্যোগ। ফের চালু হল ভ্রাম্যমান থানা।  এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিময় পাল, কান্দির এসডিপিও শান্তনু সেন, ওসি কার্তিক মাঝি, বিধায়ক আশীষ মার্জিত সহ এলাকার বিশিষ্টজনেরা।