এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

খেলা হবে চ্যলেঞ্জ দিয়ে দল ছাড়লন সুতির মইদুল

Published on: March 9, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৯ মার্চঃ সুতিতে খেলা হবে। খেলা হবে ইমানি বিশ্বাস বনাম মইদুল ইসলাম টীমের । মঙ্গলবার রণ হুংকার দিয়েই দল ছাড়লেন মুর্শিদাবাদ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল  ইসলাম।

মইদুল বলেন, ইমানি বিশ্বাসের হয় সম্ভব নয় ভোট করা। কর্মীদের এই দাবি মেনেই দল ছাড়ছেন তিনি । দল ছাড়লেন জল্পনা চলছিলই। মঙ্গলবার বিকেলে সুতিতে মহেন্দ্রপুরে নিজের অনুগামীদের সাথে মিটিং করেন মইদুল। কর্মীদের সামনে তুলে ধরলেন মান অভিমানের কথা। এর পরই ঘোষোণা করেন, সুতি বিধানসভা আসনে ইমানি বিশ্বাসের বিরুদ্ধে ফ্রন্টে দাঁড়িয়ে লড়বে মইদুলের টীম।

এদিন মইদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন একাধিক জন প্রতিনিধি, স্থানীয় নেতা কর্মীরা। তৃণমূল ছেড়ে এবার কোন দলে যাবেন মইদুল ইসলাম? যদিও অন্য দলে যোগদানের জল্পনা জিইয়ে রেখে কংগ্রেসকেই ফার্স্ট চয়েস বলে সাফ জানালেন।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য, মইদুল ইসলামকে দলে স্বাগত জানানোর গ্রিন সিগন্যালও ইতিমধ্যেই দিয়েছেন। এদিন  অধীর চৌধুরীর প্রশংসাতেও  সরব হন মইদুল।
তৃণমূল শিবির অবশ্য এই পদক্ষেপকে পাত্তা দিতে নারাজ। কোন ভাবেই বিচলিত নয়- সাফ জানালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now