খেলছেন মধু, ছুটছেন তাহের; খেলা হবে নওদায় ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৩ ফেব্রুয়ারিঃ রাজনীতিতে চেনা স্লোগান, ‘খেলা হবে’। খেলা ঘিরেই এখন চাপানউতোর মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের অন্দরে।
খেলার মাঠ নওদা। নওদা পরিচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধুর ঘরের মাঠ হিসেবেই। নওদা আবার সাংসদ, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খানেরও গড়।
সেই নওয়দার জনসংযোগে মাঠে নেমেছেন আবু তাহের খান। কৃষি বিলের বিরোধিতা করে নেতৃত্ব দিয়েছেন ট্রাক্টার মিছিলে। শনিবার ৫৪ কিলোমিটার ঘুরেছেন ট্রাক্টার চেপেই। তাহেরের দাবি, মিছিলে ছিল ৪০০ ট্রাক্টার।
আর, রবিবার খেলার মাঠে জনসংযোগের চেষ্টায় মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মধু।
রবিবার ‘ খেলা’ হবার কথাও শোনা গেল গেল আবু তাহেরের মুখে।
নওদাতেই ট্রাক্টার মিছিল ঘিরে উঠছিল প্রশ্ন।
মধুকে বার্তা দিতেই কি নওদায় ট্রাক্টার মিছিল তাহেরের ? প্রশ্নের জবাবে আবু তাহের খানের সাফ কোথা “ সভাধিপতি তো এখনও দলেই আছে। দলের বাইরে যায় নি। দলের বাইরে যাক, তারপর খেলা হবে। এখনও দলে আছে , তার সম্পর্কে কিছু না বলাই ভালো ” । তাহের সাফাই, জেলাজুড়েই হবে ট্রাক্টার মিছিল।
তবে তার সাথেই টীপ্পনী, “ সভাধিপতি কোন লক্ষ্য নয়, ওকে কি লক্ষ্য করবো?”
খেলা নিয়ে মন্তব্য না করলেও রবিবার নওদা বিধানসভার চৈতন্যপুরে ফুটবল কাপ উদ্বোধন করে মোশারফ হোসেন মধু। দলের নেতা নয়, জেলা পরিষদের সভাধিপতি পরিচয়েই মাঠে ছিলেন মধু।
সম্প্রতি মুর্শিদাবাদে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির সভামঞ্চে দেখা মেলেনি মোশারফ হোসেন মধু’র। দলের সাথে দূরত্ব ঘিরে বেড়েছে জল্পনা। ১৮ তারিখ মুর্শিদাবাদে আসছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সভা করবেন বড়ঞাতে। রাজনৈতিক মহলের দাবি , শুভেন্দুর সভায় যোগ দিতে পারেন একাধিক হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা। আর এর মাঝেই নতুন করে চাপানউতোরের ছবি সামনে আসায় জটিল হচ্ছে রাজনীতির ছবি। জমে উঠেছে তাহের- মধুর ‘খেলা’।
‘খেলা’ হবে নওদায় ? প্রশ্ন মাঠে ময়দানে।