খুলে গেল হাজারদুয়ারির দরজা, ঘরের কাছেই ঘুরে আসুন Murshidabad Hazarduari Palace

Published By: Madhyabanga News | Published On:

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর | খুলে গেল হাজারদুয়ারি প্যালেসের Hazarduari Palace দরজা। হাজার দুয়ারের সৌধের দরজা খোলায় উৎসাহী ভ্রমণপিপাসুরা।   ১৭ আগস্ট  কেন্দ্রীয় মন্ত্রকেরা নির্দেশে খুলে যায় এএসআই’এর অধীনে থাকা   সমস্ত মিউজিয়াম, স্মৃতি সৌধ ।  গতকালই হাজারদুয়ারি গেট খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য | হাজারদুয়ারি টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে |  এছাড়াও ওখানকার টিকিট কাউন্টারে পাওয়া যাচ্ছে টিকিট |

মুর্শিদাবাদের Murshidabad  শুধুমাত্র হাজারদুয়ারি নয় ; হাজারদুয়ারি থেকে একটু দূরে গেলেই কাঠগোলা বাগান, কাটরা মসজিদ, ঘসেটি বেগমের সমাধি, কিরীটেশ্বরী মন্দির, নবাব সিরাজউদ্দৌলার কবর স্থান সহ আরো বিভিন্ন স্মৃতিসৌধ | এই সমস্ত স্মৃতিসৌধ আপনি দেখতে পারেন ঘোড়ায় টানা গাড়ি করে অথবা নৌকোয় করে | এছাড়াও আশে পাশের বিভিন্ন যান বাহনে আপনারা ঘুরতে পারেন |

হাজার দুয়ারির কাছেই কাটরা মজসিদ

এছাড়াও শহর বহরমপুর রয়েছে বিভিন্ন প্রাচীন মন্দির এবং স্মৃতিসৌধ | রয়েছে কাশিমবাজার বড়ো ও ছোট রাজবাড়ি, পাতালেশ্বর মন্দির, হেস্টিংস এর সমাধি, কৃষ্ণনাথ কলেজ | সম্পূর্ণ মুর্শিদাবাদ ঘুরে দেখতে প্রায় দুদিন সময় লাগে |

মুর্শিদাবাদের সমস্ত পর্যটন কেন্দ্রর ঘুরে দেখার টিকিট প্রায় 30 টাকা মাথা পিছু | যে সকল পর্যটক কলকাতা থেকে আসবেন এই মুহূর্তে তারা সকালবেলার হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে সরাসরি মুর্শিদাবাদ স্টেশনে  নামতে পারেন | বহরমপুর থেকেও হাজারদুয়ারি যান অনেকেই।  পর্যটন কেন্দ্র গুলি উপযুক্ত স্যানিটাইজেশন এবং উপযুক্ত সুরক্ষার মাধ্যমে খোলা হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার অধিকর্তারা |