খুলেছে কলেজ, চায়ের আড্ডা ফিরছে ঘাটে Adda at Tea Shop Returns Berhampore

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুর কৃষ্ণনাথ কলেজের পাশ বয়ে চলেছে ভাগীরথী নদী | আর নদীর পাড়েই কলেজের অবসর আড্ডা জমান পড়ুয়ারা | প্রায় দেড় বছর কলেজ বন্ধ থাকায় কলেজ ঘাটের ছবিটা একটু হলেও ম্রিয়মান ছিল | কলেজ খোলার সাথে সাথেই চেনা ছন্দে কলেজ ঘাট ।

চায়ের দোকানে ব্যস্ততা

সকাল সকাল মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিতে দিতে আদ্দার মেজাজে ছাত্র-ছাত্রীরা । শীত পরছে ,আর শীতকালে মাটির ভাঁড়ে গরম দুধ চা চুমুক দিতেই নাকি বেশি পছন্দ করেন সকলে, এমনটাই  জানাচ্ছেন আড্ডারত পড়ুয়ারা ।কেউ আবার পছন্দ করেন লিকার চা । চা বিক্রেতারাও জানাচ্ছেন আজকাল  লিকার চা এর থেকে মাটির ভাঁড়ে দুধ চা বেশি পছন্দ করেন অনেকে ।

কলেজের অবসরে ভাগীরথী পারে চায়ে চুমুক দিতে দিতেই ছাত্র – ছাত্রীরা আড্ডা জমায় পড়াশোনা থেকে, রাজনীতি যেকোনো বিষয় নিয়েই | কলেজের মর্নিং শিফ্টের ছাত্ররা অনেকেই বলছেন কুয়াশামাখা শীতের সকালে যদি কলেজ থাকে তাহলে কলেজ ঘাটের চা ছাড়া সকাল যেন ফিকে লাগে |  পাশাপাশি আগের তুলনায় ভিড় বারছে বারছে নৌকা পারাপারের ঘাটেও ।

এই কলেজ ঘাটের চা নিয়ে প্রবীণ থেকে তরুণ সকলের মধ্যেই রয়েছে অন্য একটা আবেগ | আবার ও চা এর দোকানে আগের মতন ভিড় দেখে খুশি চা বিক্রেতারা |তাঁরা এমনও জানাচ্ছেন “আমাদের কলেজ ঘাটের চা খেতে অনেকেই আসে |কিন্তু ছাত্র-ছাত্রীর ভিড় ছাড়া আমাদের দোকান ফাঁকা |ওঁরা সব সময় জমিয়ে রাখে”|

চায়ের দোকানে জমজমাট

লকডাউনের পর আবারো রোজগার আগের মতন হবে বলে আশাকরছেন ব্যবসায়ীরা | এর সাথে ছাত্রছাত্রীরাও বেশ আনন্দিত | টিফিন টাইমে ,  ক্লাস অফ থাকলে এই কলেজ ঘাটেই সময় কাটে অনেক পড়ুয়াদের, অভিমত অনেক পড়ুয়াদের | আগের মতন আজও সেই চেনা ছবিই দেখা গেলো কলেজ ঘাটে |

চায়ের কাপে চুমুক দিতে দিতে পড়ুয়াদের দলের মধ্যে একজন বললেন ‘এতোদিন অনলাইন ক্লাস করে বিরক্ত হয়ে পড়েছিলাম | একা ঘরে ক্লাস করতে গিয়ে অবসাদে ভুগছিলাম’ | অবসাদ কাটিয়ে পড়ার ফাঁকে চায়ের আড্ডায় মেতেছে পড়ুয়া দল |