খুলল দরজা, আজ থেকে কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকরা; ক্লাস কবে ?

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুরঃ  “আগে যেমন বলতাম পিছনে বসিস না সামনে এসে বস, এমনটা আর বলতে পারবো না”, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু নিয়ে এমনটাই প্রতিক্রিয়া শিক্ষক মহলে | রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ১৬ ই নভেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে | আরও বলা হচ্ছে ১লা নভেম্বর থেকে সমস্ত শিক্ষকরা উপস্থিত থাকবেন কলেজে | সমস্ত অফিসিয়াল কাজ এই সময় হবে | এছাড়াও ১তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় কে সম্পূর্ণ ভাবে পরিষ্কার ও স্যানিটাইজ রাখতে হবে বলেই জানা যাচ্ছে |

১লা নভেম্বর থেকে সমস্ত শিক্ষকদের কলেজে আসা নিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা বন্দোপাধ্যায় জানাচ্ছেন, “শিক্ষকরা সকলে উপস্থিত থাকবেন এটা তো আমাদের আনন্দের বিষয় | ক্লাস শুরুর ক্ষেত্রে সপ্তাহে ৩দিন অফলাইন ক্লাসের ব্যবস্থা রাখছি | যতটা সম্ভব কোভিড বিধি মেনে ক্লাস করা যায় সেই চেষ্টা করবো “| উপাচার্য আরও জানান কলেজের সমস্ত ঘর স্যানিটাইজ করা হচ্ছে | প্রাকটিক্যাল এর ক্ষেত্রে যাতে ছাত্র ছাত্রীদের কোনো সমস্যা না হয় সে জন্য তারা প্রয়োজনীয় আরও সামগ্রী কিনেছেন পরিস্থিতির দিকে তাকিয়ে |

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব বন্দোপাধ্যায় জানান “পুঁথিগত শিক্ষার বিষয়টা অনলাইন সত্যি খুব সমস্যার | শিক্ষকরা আজ থেকে সবাই আবার উপস্থিত থাকবেন এটা তো আনন্দের |আর ছাত্র-ছাত্রীরাও কলেজ খোলায় অনেক উপকৃত হবে |”

মফঃস্বল বা শহরের কলেজ গুলি প্রস্তুতির মতন গ্রামাঞ্চলের কলেজ গুলির প্রস্তুতি কিন্তু তুঙ্গে | পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজ এর অধক্ষ্যা সোমা মুখোপাধ্যায় জানাচ্ছেন, “কলেজ এর অফিসিয়াল কাজের পাশাপাশি আজ থেকে সমস্ত ঘর স্যানিটাইজ হবে নিয়মিত |আর শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে অভ্যস্ত ও সচেতন |আশাকরি ক্লাস শুরু হলে ওরাও আমাদের সাহায্য করবে এই সময় |”

অপেক্ষায় টিচার্স রুম

 

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সোমা ভদ্র রায় জানাচ্ছেন,”বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে অনেক ছেলে মেয়ে পড়তে আসে | প্রত্যেকেই সচেতন |  আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষকর্মীদের দুটো করে ভ্যাকসিন দেওয়া হয়েছে |এছাড়াও  প্রতি বিভাগে স্যানিটাইজার রাখার ব্যবস্থা হয়েছে | ”

কলেজ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিক্ষার্থীরাও আনন্দিত |তাঁদের অনেকেই জানাচ্ছেন কলজের ক্লাসরুমে ক্লাস করার যে আনন্দ তা অনলাইনে নেই | কলেজ বিশ্ববিদ্যালয়ের চেনা ছবিটা দেখার জন্যই সকলে তাকিয়ে |এর মাঝেই কোভিডের উর্দ্ধমুখী গ্রাফ চিন্তায় ফেলছে অনেককেই |