খানাখন্দে ভরা রাস্তায় চলছে ঝুঁকির যাতায়াত

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: খানা খন্দে ভরা রাস্তা দিয়ে যাতায়াত যেন এক যন্ত্রণা। যে যন্ত্রণায় জর্জরিত পথচারী থেকে চালক, পথ চলতি মানুষজন। রাস্তার মাঝে বড় বড় গর্তে জমে রয়েছে বৃষ্টির জল। সেই গর্ত, ভাঙা রাস্তা দিয়েই বাধ্য হয়ে যাতায়াত করছেন মানুষজন। চলছে বাইক, বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত রছে যাত্রী বাহী বাস, ভ্যান, গাড়ি। মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের শেরপুর মোড় থেকে জয়পুর পর্যন্ত রাস্তার ঠিক এমনই বেহাল অবস্থা। রাস্তার বেহাল দশায় নাজেহাল অবস্থা গাড়ি চালক থেকে পথচারীদের। প্রত্যেকেই চাইছেন, রাস্তা সংস্কার হোক। অনেকেই অভিযোগ করছেন, মাসের পর মাস ধরে রাস্তার বেহাল দশায় ভুগতে হচ্ছে আম জনতাকে।অথছ কোন কাজ হচ্ছে না।

দুর্ঘটনা হামেশাই ঘটছে, জরুরি সময়ে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ারও উপায় নেই। বর্ষায় রাস্তার আরও বেহাল দশা থেকে নিস্তার পেতে চাইছেন স্থানীয়রা।