খাগড়াগরের পর ফের জঙ্গি যোগ মুর্শিদাবাদে! কি বলছে রাজনৈতিক মহল

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ খাগড়াগরের পর ফের জঙ্গি যোগ মুর্শিদাবাদে। আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের ডোমকল, রানীনগর ও জলঙ্গী থেকে ৬ জনকে গ্রেপ্তার করল এন আই এ। এই জঙ্গিযোগের পর উদ্বিগ্ন জেলার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলও। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় জঙ্গি ধরা পড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ খাগড়াগড় কান্ডের পরও শিক্ষা হয়নি রাজ্য সরকারের। রাজ্য সরকারের ব্যথতার জেরেই এই ঘটনা বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্ব।

এই ঘটনায় কংগ্রেসের পাশাপাশি সুর চড়িয়েছে বিজেপিও। বিজেপি মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাবি করেন বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ থেকে জেহাদিদের এই রাজ্যে ঢুকিয়ে অশান্ত ও ফের ক্ষমতায় আসতে চাইছে। এর আগে খাগড়াগড় কান্ডকেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বলে চালাতে চাইছিল রাজ্য সরকার, কিন্তু জাতীয় তদন্তকারি সংস্থা এর পর্দা ফাস করেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেসও। এন আই এ তদন্ত করুক এবং জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক বলেই দাবি করেন, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কো অরডিনেটর অশোক দাস।