খাঁখাঁ করছে বিধায়কের বাড়ি , নেই জীবনের অনুগামীরাও

Published By: Madhyabanga News | Published On:

রবীন্দ্রনাথ কৈবর্ত, আন্দিঃ  বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেফতার হওয়ার  পর কার্যত খাঁখাঁ করছে  বিধায়কের বাড়ি। তালা ঝুলছে বিধায়কের বাড়িতে। আগে যেখানে সব সময় বিধায়কের বাড়িতে সব সময় মানুষের ভিড়ে ঠাসা থাকতো এখন সেই বাড়িতে নেই ভিড় । বিগত কয়েক দিনের মতো  নেই সিবিআই এর গাড়ি, নেই কেন্দ্রীয় বাহিনীর ভারি বুটের আওয়াজ। টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জেরা, তল্লাশির পর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI’এর হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । সোমবার ভোর ৫.১৫র সময়ে স্ত্রী টগর সাহার হাতে গ্রেফতারির কাগজ দিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দেয় সিবিআই-এর গাড়ি। গত শুক্রবার দুপুরে সাড়ে বারোটার সময় জীবনের বাড়িতে হানা দেয় সিবিআই। যে পুকুরে মোবাইল ফেলা হয় এবং পুকুরের জল ছেঁচে উদ্ধার হয় মোবাইল সেখানেও আর কোন মানুষের দেখা নেই । মঙ্গলবার সকাল থেকে কার্যত ফাঁকা  বিধায়কের বড়ঞার আন্দির বাড়ি। তবে তাঁর বাড়িতে ঢুকেছে চালের গাড়ি, বিধায়কের ব্যবসা সামলাচ্ছেন শ্রমিকেরা। বেশ কিছু শ্রমিক কাজ করলেও  বিধায়কের স্ত্রী ও ছেলেকে দেখা যায়নি বাড়িতে।  আগে যেখানে বিধায়কের বাড়িতে সাধারণ মানুষ থেকে দলীয় নেতাদের বাড়িতে আনাগোনা লেগেই থাকতো এখন সেই ছবি চোখে পড়ছে না। সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীনও দলীয় নেতৃত্বকে বিধায়কের বাড়ির দরজার দেখা গিয়েছিল। তবে বিধায়ক গ্রেপ্তার হতেই এখন তাদেরও দেখা নেই বিধায়কের বাড়িতে।