খলিলুর-জৈদুরঃ রাম-লক্ষণ , প্রচার সভায় জৈদুর

Published By: Madhyabanga News | Published On:

পরিবারে দ্বন্দ্ব নেই, তৃণমূল কংগ্রেসের সাংসদ। জেলা সভাপতি তার ভাই হলেও, নেই মনোমালিন্য ।  শেষ দিনের প্রচারে মঞ্চে উঠে বললেন সামসেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান। “আমি নুর পরিবারের ছেলে”, এদিন জনসভায় প্রচারের শুরুতেই বললেন জৈদুর রহমান। এর পরেই জৈদুর বলেন,“ আমরা চার ভাইয়ের পরিবার। আপনারা নাম শুনেছেন রাম-লক্ষণ বা রাম-রহিমা, খলিল জৈদুর সেই রকম” ।
সামসেরগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামকে লক্ষ্য করে জৈদুর বলেন, “ বাজারে প্রাক্তন বিধায়ক এটাসেটা বলে বেড়াচ্ছেন আমাদের পরিবারের ব্যাপারে।

আমাদের পরিবার আমাকে ওইভাবে বলার জন্য আমার বাবার রক্ত থেকে তৈরি করেন নি নো । নোংরা থেকে নোংরার জন্ম হয়, ভালো থেকে কোনোদিন মন্দের জন্ম হয় না ” ।

সভায় উপস্থিত ছিলেন অধীর চৌধুরী।
নির্বাচনী প্রচারে জৈদুর রহমানের বিরুদ্ধে বলতে উঠে তোপ তাগেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জৈদুর রহমানের বিরুদ্ধে। তৃণমূল নেতারা এও বলেছিলেন যে, সাংসদ ভাই খলিলুর রহমানের সম্মান রাখতে পারছেন না জৈদুর। সেই আক্রমণের জবাবাই এদিন মঞ্চ থেকে দেন জৈদুর।