খলিলুরের বিরুদ্ধে বিস্ফোরক আমিরুল, সভায় গরহাজির থেকে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ওয়েব ডেস্কঃ  দলের সাথে  ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন সাংসদ খলিলুর রহমান TMC MP Khalilur Rahaman  , বিস্ফোরক অভিযোগ করলেন সামসেরেগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম Amirul Islam, MLA  Samserganj  । আমিরুল ইসলাম এদিন বলেন, সাংসদ জেলা সভাপতি হিসেবে সামসেরগঞ্জে দলের প্রার্থীকে জেতানোর দায়িত্ব থাকলেও সেই দায়িত্ব পালন করেননি খলিলুর রহমান।   রবিবার সন্ধেয়  আমিরুল বলেন, “ কংগ্রেসের হয়ে ভোট করেছেন নুর পরিবারের প্রত্যেকটা সদস্য” ।  আরও দাবি , কংগ্রেসের যারা ভোট করেছেন তারাই তৃণমূল জেলা সভাপতির সাথে ঘুরছেন। দলীয় বিজয়া সম্মিলনীতে  গরহাজির থেকে কার্যত বোমা ফাটালেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।

রবিবার জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া  সম্মেলনী হয়। সভায় ছিলেন না আমিরুল ইসলাম।কেন উপস্থিত ছিলেন না আমিরুল ? সেই প্রশ্নের জবাবে দলের জেলা সভাপতির  বিরুদ্ধে তোপ দাগলেন আমিরুল ইসলাম।

আমিরুল বলেন, “আমরা দেখলাম যে নুর পরিবারের প্রত্যকেটা সদস্য কংগ্রেসের ভোট করল।  এবং আমি যতোদুর জানি, যে নুর বিড়ির অন্যতম  কর্ণধার আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব, জেলা সভাপতি। সেই নুর বিড়ি কোম্পানির সমস্ত স্টাফ, ম্যানেজার কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নামল”। এই কেন্দ্রেই কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন খলিলুর রহমানের ভাই জৈদুর রহমান।

আমিরুল এও বলেন, “আমাকে অফিসিয়ালি জানানোও হয়নি”। আমিরুলের আরো অভিযোগ, যারা কংগ্রেসের হয়ে ভোট করেছেন তাদেরই সাথে নিয়ে ঘুরছেন দলের জেলা সভাপতি। এদিন খলিলুরের বিরুদ্ধে কার্যত অন্তর্ঘাতের অভিযোগ আনলেন আমিরুল।

যদিও বিধাকদের অনুপস্থিতিকে আমল দিতে চাননি তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। তিনি জানান, সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। কারা আসেননি তা নিয়ে কথাও বলতে চাননি খলিলুর।

ভোট মেটার পর গোষ্ঠী কোন্দলে বিব্রত তৃণমূল কংগ্রেস শিবির। তৃণমূলের  জঙ্গিপুর সাংগঠনিক  জেলার জঙ্গিপুর এবং ধূলিয়ান পৌরসভার ভোটে এই গোষ্ঠী কোন্দল প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।